পাষাণী
দুঃখী জাহিদ
আয় না পাষাণী সব ভুলে গিয়ে হয়ে যায় মোরা একাকার
হৃদয় খোলে বলবো কথা দিয়ে দিব সব অধিকার
যদি কষ্টের কথা বলিস আমায় নিয়ে নিব তর স্বাধীকার
আয় না পাষাণী সব ভুলে গিয়ে হয়ে যায় মোরা একাকার।
যদি ভুল হয় হুক ভুল পিছনে ফেলে আজম্ম জম্মাকার
আঁখি রেখে কষ্টের তলে হয়ে যাবো মোরা নিরাকার
যত ব্যথা আছে যত অভিযোগ আছে সব করে নিরবধিকার
আয় না পাষাণী সব ভুলে গিয়ে হয়ে যায় মোরা একাকার।