প্রেম বুঝিনা
দুঃখী জাহিদ
প্রেমে এখনো আমি কাঁচা,
বুঝতে পারিনা প্রেম কিভাবে
হয় চাচা।
বয়স আমার একুশের ভাত মেরেছে,
বাইশের লেজ এই কয়েকদিন
হলো ধরেছে।
তবু শালার প্রেমটা বুঝলাম না,
সময় মত কানের নিচে কেন যে
চেপে ধরলাম না।
এখনো হাত কাটি, সিগারেটে চামড়া
পোড়ায় কিছু না হলেই
পিছু পিছু দৌড়ায় ।
চোখের জলে নাকের পানি,
কত রাত না ঘুমানি,
ভাবতে গেলেই বুকে টনটনানি।
জীবন বোধহয় তাহার জন্য,
তারে ছাড়া লাগে শূন্য,
পারলে এখনই মরি।
তবু শালার প্রেম কি সহজ,
আমি ভাবি আমগাছ,
সে ভাবে ধূর্বা ঘাস।
ধ্যাত বাধ তর ভালবাসা,
জীবন আমার করলি নিরাশা,
তর পথে তুই আমার পথে আমি।
এই হইলো মোর প্রেম কাহিনী,
ভালবাসা করলাম পানি।