দুঃখী জাহিদের "ইচ্ছে "


পর্ব :১....ইচ্ছে ছিলো


অনেক ইচ্ছে ছিলো
হালকা গোলাপী লাল রঙের ঠোঁটে তোমায় দেখবো,
শুধু আমি আর তুমি দুজনার স্বপ্ন গুলো একই ফ্রেমে বাধঁবো,
দুটি হৃদয়ের রঙিন আলপনা একই পাঁজরে আঁকবো।
অনেক ইচ্ছে ছিলো
হারিয়ে যাবে দুটি হৃদয় একই নদীর মোহনায়,
নীল শাড়ি পড়া পাগলীটাকে সাথে নিয়ে সোনালি জোৎস্নায়,
রেখে দিবে চিরদিন এই হৃদয়ের আঙিনায়।


পর্ব :২....ইচ্ছের কি হলো


ইচ্ছে এখন উম্মুক্ত
সে এখন বুঝতে শিখেছে, দেখিয়ে দিয়েছে,
নীল শাড়ি, গোলাপী ঠোঁট, সবার জন্য উম্মুক্ত,
সে আমাকে নয়, সারা বিশ্বকে দেখিয়েছে।
ইচ্ছে এখন স্বাধীন
তাঁর পিছনে পিপিলিকারা ঝাঁকে ঝাঁকে ঘুড়ছে,
কেবল মধু আহরণের খোদায় আর অতৃপ্ত তৃষ্ণায়,
আমিতো পিপিলিকা নই তাই ভালবাসা মরেছে।


পর্ব :৩ ইচ্ছের বিদায় .....


ইচ্ছে করেই মুক্তি দিয়েছি, আমি ভালবাসি, ভালবাসবো ....
অনাদিকাল অনন্তকাল.....
ভালো থেকো ইচ্ছে আমার ....


*************সমাপ্ত **************