শেষ লগ্ন
দুঃখী জাহিদ
নিশেতে জাগিয়া ভ্রমরের লাগিয়া ,কাঁদিয়া উঠিল পরাণ
বুকেতে আমার জ্বলিয়া উঠিল, নিত্য নিশি অনির্বাণ
কি দেখিলাম, এ কি হায় প্রান্তল, দেহ হইল শশ্মান
ভাবিয়া পাইনা ,এ কি হইল ,এক নিমিষে মরুদ্যান ।
মর্ত্য বিলাসীরা হাসিয়া নিলো ,স্বর্গভূমির ফুয়ারায়
মৃত তবু ,চোখে দেখা যায় ,কালো নগরীর অমাবর্শায়
সাধিতে চাহি ,মৃত এ মন ,তীব্র চাখুনির আকাঙ্খায়
সবই দেখি ,মিটেনা সাধ, নিশিতি রাতের নীলিমায়