বাংলাদেশ
দুঃখী জাহিদ
এই আমার দেশ,
যেখানে রাজন হত্যা হয় নিরাপরাধে
আর দস্যুদের সাম্রাজ্য নিত্য করে
অত্যাচার আর অবিচারে।
এই আমার দেশ,
যেখানে প্লাজার ধ্বংসস্তূপ রয়ে যায়,
কান্না করে অদৃশ্য আত্মারা তবুও
নরপিশাচরা ঘুরে বেড়াই
রক্ত শোষকের নেশায়।
এই আমার সোনার বাংলা,
উৎসবে বিলিন করে দিতে হয়
সতী নারীর চরিত্র আর তাকিয়ে
দেখতে হয় মানুষ নামক
পশুদের রঙিন পর্দায়।
এই আমার স্বাধীন বাংলা,
যেখানে হত্যা করা হয়
দিনের আলোতে মুক্ত এবং
স্বাধীনচেতা মনুষ্যত্বকে।