নিশিক্রান্তর প্রেম বঙ্গবন্ধু
দুঃখী জাহি
নিশিক্রান্তকে খুব বেশি মনে পড়ছে
আত্মার ভিতর কেমন যেন টনক নড়ছে ।
বঙ্গবন্ধুকে খুব বেশি ভালবাসার কারনে
জীবন নিয়ে গিয়েছিলো দস্যুরা অকারনে ।
আমি কেবল জয় বাংলা বলতে শিখেছি
বঙ্গবন্ধুর নাম নিয়েই বেড়ে উঠেছি ।
নিশিক্রান্ত ,আমার বঙ্গবন্ধু শিক্ষার মাষ্টার
কিভাবে ভালবাসতে হয়, শিখিয়েছিলেন শিষ্টাচার ।
আমি জানি, নিশিক্রান্ত তোমার বিচার পেয়েছি
কিন্তু তোমার যন্তনাটুকু নিরবে নিভৃতে সঁইছি ।
ভালো থাকো তুমি ,আমার হৃদয়ে বেঁচে থাকো
এখন কেউ নেই তোমার শত্রু ,আমি ভয় পায় নাকো ।
তোমার বঙ্গবন্ধু চির অমর ,তোমার প্রেম চির সত্য
আমি জানি ,বঙ্গবন্ধুর মাধ্যমে তুমি পেয়েছ অমরত্ব ।