থমকে যাওয়ার দিনগুলি হয়েছে স্তব্দ
রাতের প্রহরী হয়ে তোমার চারদিকে
চেনাজানা সেই স্বর মিলিয়ে যায় বাতাসে
আবারো তোমার দোয়ারে ফাগুনের গান ।
সহস্র বছর পর হলেও একই স্বরে মিলাবো কন্ঠ
আর তুমি বলবে ,না আজ তবে থাক.......
সেই একই ভঙ্গিমায় আমি তোমার স্বরে হারাবো
আর বলবো এবেলা বিধুর হয়ে শান্ত নদী
তোমাতে আজ করিব মিলনো স্নান
হয়তো তখন লজ্জায় লাল টুকটুকে
তবুও বলবো এবেলা পথ হারানো পথে
তোমাতে আজ ডুবাবো কন্ঠনালী
আর তুমি বলবে ,এখন বেলা যায়
কিন্তু আমি তোমার কন্ঠে হারিয়ে
মরুভূমির ভূতলে ফুটাই ফুল
তখনো তুমি বলবে ,অনেক বেশি কাজ
এবেলা হলো বুঝি দেখা
পরবেলা সখি এসো
যখন থাকবো নিরবও একা ।।