মনের মানুষ
জাহিদুল ইসলাম
একটা সাদা কাগজের পৃষ্টা আর শূন্য হাত
লাল গোলাপ কিংবা কিছু গোলাপের পাঁপড়ি
একটা কালিবিহীন আধ-ভাঙ্গা মলিন কলম
অথবা কোন কর্মহীন বালকের নির্বাক কথা
কেউ রাখে না কেউ শুনে না কেবল চুপ ।।
আস্তে আস্তে করে বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামে
চোখের কিনারায় ঘুমের নূপূরের আওয়াজ
কিন্তু ঘুম নেই কে যেন আসবে বলে অপেক্ষা
সে আসেনা বরং তাঁর কাছে চলে যেতে হয় ।।
সন্ধ্যা ফুরিয়ে যখন ঘোর অন্ধকারের প্রবেশ
চোখে কেমন নেশা বুকের ভিতর কেমন প্রত্যাশা
সারাক্ষন সর্বদা অবলিলায় একটাই মানুষ
মনের মানুষ ভালবাসার মানুষ চেতনার মানুষ
এই চোখ এই অন্তর এই জীবন তাঁরে ছাড়া বৃথা ।।