নষ্ট হয়ে যাচ্ছি
জাহিদুল ইসলাম
নষ্ট হবার কথা ছিল নষ্ট হয়ে যাচ্ছি
ভালবাসার বিসর্জনে পতিতালয়ে যাচ্ছি
ভালবাসা নেই বলে চোখে জল ঝড়াচ্ছি
রাস্তাঘাটে কুকুরের মত ঘুরে বেড়াচ্ছি
ইচ্ছে করে পানির বদল মদ খাচ্ছি ।
প্রতি রাতে আঘাত পাওয়া
মাতাল হয়ে ঘুমিয়ে যাওয়া
কথায় কথায় ব্যথার আড়াল
নিজের গালে নিজেই খাঁমচি দিচ্ছি
নষ্ট হবার কথা ছিল নষ্ট হয়ে যাচ্ছি ।
বড় বড় স্বপ্ন দেখা
বিষ খায়িছে কাল নাগিনী
বুকের ভিতর জ্বালা বাড়ে
সখ করেই মদ গিলছি
নষ্ট হবার কথা ছিল নষ্ট হয়ে যাচ্ছি ।
নিকোটিনের সাদা ধূয়া
ফুসফুসে টান খেঁচাত মারে
কষ্ট ভুলার মিথ্যে মায়ায়
ইচ্ছে করেই নষ্ট হচ্ছি
নষ্ট হবার কথা ছিল নষ্ট হয়ে যাচ্ছি ।