সংবিধান আজ ছুটি নিয়েছে—
বলে, “বড্ড ক্লান্ত... ঘুম পায় খুব।”
হাসে ব্যালট বাক্সে লুকিয়ে থাকা
মিথ্যে প্রতিশ্রুতির মোহময় রূপ।
সিংহাসনে বসে দুর্বৃত্ত চোর,
ন্যায়ের বাঁশি বাজে না আর।
তবু লড়াই জাগে নিরন্তর প্রাণে,
যন্ত্রনায় ভরে একাকীত্বের সংসার।
রাজনীতির বারুদে ধর্মের আগুন,
পুড়ে মরে পরিচয়হীন প্রান্তিক মন।
নাগরিক শুধু সংখ্যার পাতায়,
ক্ষমতা— করে অধিকার-হরণ।
ভোটের নামে ছড়ায় শুধু ভয়,
চুপ থাকলেই মেলে কিছু স্বস্তি।
প্রশ্ন মানেই রাষ্ট্র-শত্রু তুমি,
নীরব মনই এখন বিশ্বস্ত সঙ্গী।
নীরবে কাঁদে নিরুপায় আশা,
রাস্তাঘাটে শোভা পায়না আর।
বাতাস বয়ে আনে শূন্যতার ছবি,
আইনের দৃষ্টিতেও ঘটে অবিচার।
সংবিধান একদিন জেগে উঠবে ভোরে,
নব আলোয় গাইবে নতুন দিনের গান।
সত্য ও ন্যায় হবে সেদিন সকলের সঙ্গী,
বিচার পাবে আজকের অপমান।
--------