আহা! কত যে মিথ্যার অপবেসাতি
কত যে ওয়াদা ভঙ্গ করি!
এখনও গন্ধম খাই,
অট্টালিকায় ঘুমাই।
চামড়াতে লোশন লাগাই,
শ্রেণীভেদে সাহেব গোলাম স্তর গড়ি,
মোহমুক্তির দৃষ্টিভঙ্গির খবর এসেছে।
ন্যায় নিষ্ঠা বিকশিত সন্তুষ্টি বিধানের,
সংকলনের ঐশী শক্তি ভুবনে এসেছে,
তাকে রেখে অন্ধজনার মত,
মন্দলিপি লিখি পড়ি।
হে সর্বজনার কূল তোমার বিশাল বিস্তার রেখে,
আমি কেন নাই-নাই শোকে মরি,
প্রণয় দাও এই ভিখারীর আঁচল ভরে।
দংশনে কোরো না ধ্বংস,
একটুখানি করুনা চাহি।