আমি হেরে যাই,
আমার বিবেকের কাছে।
আমার শিরা থেমে যায়,
চলন্ত মাঝে।
আমি; নামে মানব কিন্তু,
বিবেক পেয়েছি যেন,
কোন অসাধারন গগন দূতের।
ক্ষণিকে আমি হারিয়ে যাই,
ঐ নীল গগনে,
ছিটকে পড়ি এ ভুবনে।
আমি প্রশান্ত মহাসাগরের কাছে,
এক বিন্দু জল।
লজ্জায় হাওয়া হয়ে,
হিমালয়ে নিয়েছি স্থান।
আমার হৃদয় ছিড়ে,
হয়েছে ঝরণা।
তবুও আমি শান্ত আছি,
সেই হিমালয় কন্যা।