শরৎ আর হেমন্তের মাঝামাঝি
মন মানুষ থেকে সরে গেছে
হয়ে গেছে সাইবেরিয়া থেকে আসা,
অতিথি পাখি,
নিজের আঙ্গিনাকেও অচেনা লাগে,
মহাশূন্যের দিকে টানে,
পিপাশা বেশি লাগে
যে দিকে তাকাই
অপূর্ব চমৎকার দারুণ দারুণ!!!
নিজেকে লাগে বার্তাবাহক,
আমি নারী নাকি পুরুষ?
হিতে থাকি না
জন্ম কোথায়?
খোঁজার সময় নাই,
দেশ, মা-বাবা বাংলা জুড়ে পাই,
হীম - কবরী বাতাস দোলায় গায় ,
মন ভ্রমর বিশ্বময় উড়তে চাই।