মানবিক গুণ যদি আল্লাহ তায়ালা আমাকে না দিতেন,
আমি আমার অঙ্গনকে শুনশান করে দিতাম
দীর্ঘশ্বাস দিয়ে,
যখন প্রতিবাদী দাবানল জ্বলে উঠে,
তখন বিচক্ষণ বিবেচনায় আমি শীতল হয়ে যাই।
সাথে সাথে মানুষ রূপ ধারণ করি।
তাই বলেই কবিতায় আবার হই ছিলছিলা কবিতায় কবি।
লিখে যাই ঝলমলে জীবন প্রসঙ্গ,
চোখে রক্তের বৃষ্টি ঝরে,
আমি আর কাঁদিনা।
অথৈজল রেখেছি বিলুপ্ত হয়ে যাওয়া কোনো কূপে,
বৃদ্ধাশ্রম হয়েছে স্বাগতম,
ব্যর্থদের ও ব্যথিতদের আশ্রম হবে কি?
সেথায় বৈরাগ্যের দিনযাপন করে যেতাম,
আমার আপন ঘর না ই বা থাকলো।
আকাশের তারা গুনতাম,বাতাসের শিহরণ পেতাম
বুক ভরে বিরহের আগুনে,নিশ্বাসের সাথে ধুয়া আসা যাওয়া গুমরেগ গুমরে জ্বলতাম
আর কবি হতাম।