রাত্রি সেজেছে দেখ ,
যাত্রী সাথে কালমেঘ বেহেস্ত বাতাস আকাশ ডাকে
ছুয়ে যেতে তার আবেশ ।


নদী নালা জল রাশি বইছে বাতাস নিরুদ্দেশ ,
চাঁদ লুকালো মেঘের কোলে লুকোচুরি খেলার দেশ ।
নন্দিনী তাই আমি টুটকা খেলা দেখি তাদের আবেশ
আলতো করে মুচকি হাসি সাধু সখা রইলো কই
নিঝুম রাতে একা  আমি বাসর ঘরে দোসর রই।
খাট খানিতে এপাশ ওপাশ তন্দ্রা ছাড়া
তৃষ্ণা ভরা সুভাস পাই তার আবেশ ,
পাঁজর জড়ানো পাঁজরের সাথে একই  অঙ্গে
মিশে রই ,
কোন কথা হয়নি বলা ঘুমের রাজ্যে এক পালষ্কে
আমরা দু'জন নিবিড় হই ।