বাচ্চা হতে সিজার কেন?
ধেয়ে আসছে হায়,
বিবি হাওয়া অনেক সন্তানের মা,
সেখানে কোন সিজার নাই।
আমিও মা হয়েছি প্রসব ব্যথা উঠে,
প্রকৃতির ফুল ফুটতে কি সিজার লাগে?
ক্ষয়ক্ষতির হিসাব করে দেখ,
মায়ের পেট কাটা দিগুণ দুর্গতি,
ছয় মাস থাকতে হয় খুব হুশিয়ার।
প্রথম বাচ্চা সিজার হলে,
সিজারের ফাঁদে তুমি পড়ে গেলে।
এক দুই তিনটি,
এর বেশি আর না।
ধনীর জন্য হতে পারে ফ্যাশন,
গরিবের জন্য শোষণ।
একটু শুনুন আমার কথা,
বড় বড় রাষ্ট্রে মায়ের পেট কাটে না।
মা বিপদে না পড়লে,
পেটের ভেতরে বাচ্চা বিপদে না পড়লে।
আমার দেশের  হাসপাতালের ধর্ম,
বারো আনা মায়েরই সিজার লাগে।
মায়ের বাচ্চা স্বাভাবিক ডেলিভারি হওয়ার জন্য।        
  হাসপাতাল কি হতে পারেনা?
একটি লোভহীন নিরাপদ  শিশু প্রসব কেন্দ্র।