আমি মনে করি এই পৃথিবীটাই একটি স্বর্গ
কেন জানি প্রকৃতির নদী তাই প্রমাণ  দেয়
এই স্বর্গকে ভোগ করার অনুভূতি মানুষ,
হারিয়ে ফেলেছে।
একটু ভাবুক হলেই বেহেশতের ,
হাওয়া গায়ে লাগে।
পানির অস্তিত্ব নিয়ে ভাবলেই,
বোঝা যায়।
মহা সৃষ্টির স্বর্গ নরক কত জুরালো?
আকাশ বাতাস রইছে নিরুদ্দেশ,
খেলায় খেলায় বোকা মানুষগন ,
হারাচ্ছে বেলা।
আমার আক্ষেপ হয় মানুষের জন্য,
কেন বুঝেও তারা বুঝলো না?