আগুনে পুড়ে যখন হয়েগেলাম ছাই,
তুমি ভাবলে আমার বুঝি আর অস্তিত্ব নাই।
হেসে হেসে আমি ওগো,
ফুলকি হয়েছি তাই।
যত দিবে আগুন আমি,
ততো হবো রাই।
সাজানো বাগানখানি,
ধ্বংস হবার ভেবে,
কিটনাশক শুধা ভাবলাম,
নিজেই নিলাম গিলে।
পতঙ্গের মত পোড়ার স্বাদ থাকলে,
চল প্রেমের মেলায় যাই।
জিকরা বলে যাই,
যত দিবে আগুন,
আমি ততো হবো রাই।
যতো দিবে আগুন,
আমি ততো হবো রাই।