রক্তে আগুন টকবক করে জ্বলে ,
আবার শুকরিয়ার বৃষ্টি ঝড়ে পায়সালার মাঠে ,
মেনে নেই উজান ভাটির কারচুপি বন্টন ,
যে দিন হাশর হবে ,
আমার কাছে তোমাদের আসতে হবে ,
তোমাদের পশুত্ব আচরন আমার মনে থাকবে
যা ক্ষমা করার  নয় ।
মন চায় মাঠে ঘাটে বিলাপ করি ,
তখনও মনকে বোঝাই ,কি হবে ?
তোমার কান্না ভিত্তহীন
করুনার কারিশমা তো ইচ্ছা করেই
তোমায় কাঁদায় ।