নিস্তব্ধ রজনীর কোলে সবাই গেছে ঢলে
নিশাচর সেজেছ তুমি ।
ঘুম কাতরী এত ঘুম কোথায় রেখেছ লুকিয়ে
সত্যের সেকান্দর তুমি মালঞ্চে কাটে না নিশি
অলি গলি পাড়ি দাও ,দৈত্য দানবের নেই ভয়
ধৈর্য্যের মিষ্টি ফল তোমারই তরে
গাছে পেঁকে ফেটে যাবে অনুতপ্ত হয়ে
দিবা-রাত সমান তোমার কাটে দ্বারে দ্বারে
সোনার অঙে মরিচা মেখেছ ক্লান্তি ভরা দেহে
তবু বীর তুমি তেজী
তিরস্কার নাহি সহে ।