এমন করে তুমি কেন,
প্রণয় খেলা খেলো?
শ্রাবণ ঝড়া গগণ খানি,
আঁখি পাতে আনো।
আবার রিমঝিম মেঘ,
ঘুরঘুর ময়ূর পেখম মেলে।
তুমি যে কী করো,
তুমি যে কী করো।
ঝিলের বুকে পদ্ম ,
যেমন বাসর সাজিয়ে।
আপন জায়গা ছিনে নিলো সৃষ্টি লগনে,
বলো আমায় রেখে তুমি,
কেন দূরে থাকো?
হাওয়ার ওপর জীবন খানি রাখো।
তুমি যে কী করো?
তুমি যে কী করো।।