শিশিরে  ভিজেছে বাংলার মাঠ
কুয়াশা ধোঁয়া ধোঁয়া উড়ছে বাতাসে,
প্রকৃতির কাছে স্বর্গ এসেছে।
আবেশে দুলছে  কসমস ফুল,
কত সুখ দিল উপরওয়ালা,
নদীর বুকে অথৈজল আপনজনের প্রেম ।
যার সাথে পৃথিবীর বন্ধন,
সুখ আর সুখ হয়েছে হরিলুট।
জবরদখল করেছে তথাকথিত মানুষেরা,
ওরা আকাশ চেনেনা,
বাতাস চেনেনা,
শুধু চেনে কড়ি,
কড়িতে গজমতি হয় বেচাকেনা।