মন চায় হাত দুটি ছেড়ে দেই
কূল ছেড়ে দেই,
আশা ছেড়ে দেই ঘরের।
সহসা তবু কূলের আশা করি,
তবু ঘর নির্মাণ করি।
তবু দুটি হাত ধরে রাখি,
আশার শিকলে।
বেঁধে রাখি মন।
আশার পৃথিবী কেন ?
সতীন কাঁটায় ঘেরা?
জীবন কেন বেহিসেবে ভরা?