ভাগ্যের ঢেউ বড়ই উতাল-নির্মম,
এখানে হিসাব কষা দায়,
উজানের পানি ভাটি তে যায়।
কখনো কখনো ভাটির পানি,
উজান যায় ভাগ্যক্রমে।
তাকেই বলে বিধির বিধান,
লীলা বোঝার সাধ্য কি আছে আমার?
তবু সাঁতার কাটি মোহনায়।
তবো ঊষার অপেক্ষায় পূর্ব গগনে তাকাই,
কপালের লেখা মুছে ফেলতে চাই।
জানি মোহর মারা,
সেথায় আমার নাই হাত,
তবু সিঁথি কাটি,
সুখ দুঃখ আছে অঙ্গে সঙ্গে বাঁধা,
আপনার অভাবে জন ছেড়ে  বনেই মন যেতে চায়।
পাখিদের জীবন  অতিমধুময় ,
স্বাধীনতাও  রয়েছে।
অনুভূতি আছে আমার,
নিয়মের শেকল পরা পায়।