বহুদিন অন্তর খুলে হাসতে পারি না
বৈরি একটি হাওয়া,
হৃদয়ে দুলকি দেয়,
আর কোনতলে শুধু পুড়ে তার চারিপাশ।
জীবন মরণ ছটফটানি আছে অন্তরজুড়ে,
অজানা-অদেখা,
অথৈই দূরের জলাশয়ে,
তুলে বান।
ভাঙ্গে আমার লীলা ভূমির কূল,
যেন দোঁআশ মাটির কাঁচা ভিট।
গলে যায় একটু বজ্রপাত বৃষ্টিতে,
আমি তৃণের মত এলোমেলো দুলি।