তুমি হয়তো জানো না,
মনের যন্ত্রনা গুলি,
কত বিষদায়ক ছুরির আঘাত করে।
মন নদী শুকিয়ে ধূধূ বালুচর;
তোমার জন্য আকুল,
বাউকুমটা খেলে।
চাতকের মতন চেয়ে থাকে,
আকাশ কোনে।
তুমি হয়তো জানো না !
কতটা দিকদারী করো?
ছায়া হয়ে এসে পাশে,
অলৌকিক এক মাকড়শা জালে;
আমাকে বন্দী করো।
সেই শুকনো সুতার জালে,
আমি আটকে ব্যাকুল হয়ে থাকি।
তুমি হয়তো জানো না!
আমি তোমায় কত কাছে রাখি।