আজ সব পাখ-পাখালি,আকাশ বাতাস
জ্বীন-ইনসান নীরবতায় মান করেছে,
গগণের মেঘমালা শান্ত মনে আকাশ,
অঙ্গনে মহড়ায় আছে,
আমার লাশ খাটিয়ায় শোয়া।
এখনই স্বজনদের কাঁধে,
নিয়ে রেখে আসবে মাটির ঘরে।
তিনদিন পরেই পঁচন ধরবে,
পোঁকা হবে,মাটিতে মিশে যাবে,
পঁচে পলি হবে,
মাটির উপরে ঘাস হবে,
ফুল ফুটবে,
এই তো বিধির বিধান।
ছাড়তে হবে এই পৃথিবী মাটির ঠিকানা,
তবু সঙ সেজেছি রঙ গুলে খাই।
রূপ যৌবন সব মাটি হবে,
হিংসাপুরিতে আগুন জ্বলবে,
আমার অস্তিত্বে কিছুই রবে না,
তবুও ভাবের মায়া ছাড়তে পারলাম না।