আবছা আলোয়
ঝাপসা চোখে,
দেখছি পৃথিবীটা ।
অন্ধকারে কেমন
সে যে
জানি তো না তা ।


চশমা খুলে
তাকাই যখন
আপন সে আলোয়,
অন্ধকারও হার
মেনে যায়
লাগেও তাকে ভালোই ।


একমনে যেই
তাকিয়ে থাকি
সবুজ রকম গাঁয়ে,
সেথায় যেন
মনের স্রোতটা
যায় যে বয়ে বয়ে ।


মনটা হঠাৎ
যায় যে ভুলে
হাসতে জানি আমি,
দুঃখগুলো হয় যে
এসে
মনের পথগামী ।


হাসতে ভুলে
কাঁদতে গিয়ে
চোখগুলো যায় ফুলে,
এমন শাস্তি
কেন যে পাই
কী করেছি ভুলে ?