যখন নেমে আসে সন্ধ্যা
এই শহরের বুকে,
অগণিত রঙিন আলোর
পোশাক পরে সে ।
যেন অন্ধকারকে আড়াল করে
শহরটা দেখায় তার সুন্দর রূপ ।
তার সে রূপে মুগ্ধ আমার
এক জোড়া চোখ ।
হতে পারে শহরটা ধূলির শহর,
হতে পারে সে ইট পাথরের শহর,
তবুও সে আমার প্রিয় শহর।
শহরের প্রতিটি ধূলিকণা,
প্রতিটি ইট পাথরের সঙ্গে সখ্যতা আমার ।
শহরটা যেন বন্ধু আমার ।
দিনশেষে সব রাগ, অভিমান,ভালোবাসা
সব তো তার সাথেই ভাগাভাগি করা ।
শহরের সাথে হারাই আমি রঙের রাজ্যে ।
সে রঙ সাধারণ রঙ নয় ,
বাহারি রঙের মেলা ।


বারান্দার এককোণ থেকে আমি দেখি
রাতের শহরকে ।
হাজারও পাখি ফেরে
আপন আলয়ে ।
কেউবা হাসিমুখে, কেউবা বিষণ্ণতায় ।
কেউ খুঁজে পায় না ফেরার পথ ।
আশ্রয় খুঁজে শহরের বুকে ।
শহর যেন হাত বাড়িয়ে ডাকে,
আয় বন্ধু, বুকে আয় !


তারপরও কি শহরটা নিষ্ঠুর?
না । নিষ্ঠুর এই শহরের কিছু মানুষ ।
শহরের অনুভূতি নিশ্চয়ই আছে ।
নেই শুধু সেই মানুষগুলোর।


কারণ,
তারা মানবযন্ত্র ।