রোজ দিনকার জীবনভ্যাসে ক্লান্ত বনে গেছি,
চোখ মেলে চেয়ে দেখি এতদিনে কৃষ্ণচূড়ার দিনেরাও যাচ্ছে চলে
এর মাঝে ধরো একদিন হঠাৎ সন্ধ্যে
ক্লান্তির শেষে খুঁজে নিয়েছি সারাবেলার অবসর
সবে খুলেছি দুয়ার মিঠেল হাওয়ার ছলে
হঠাৎ শুনি এক সুরেল স্বর
সে স্বর কি আমার চেনা?
ও গানের মানে কী আমার জানা?
অবসরে হচ্ছি ব্যাকুল,
কে তুমি?
কেন করছো আমায় মাতাল?
কেন ফন্দি এঁটেছো প্রেমে জড়াবার?
কেন-ইবা এই অবসরে?
তবে এসো আমার দুয়ার খোলা,
গাও হে সে গান আমারই বাহুডোরে...