বন্ধু তুই আমার অনেক কাছের আপনজন,
তোর কাছেতেই রাখলাম ধার আমার প্রাণ মন ।
তোর জন্যেই হাসি আমি, করি দুষ্টুমি,
তোর জন্যেই পারি আমি করতে পাগলামি ।
বন্ধুত্বের মানেটা আমার তোর কাছেই শেখা,
ধন্য হয়েছি আমি পেয়েছি তোর দেখা ।
স্কুলটাকে তুই ছাড়া খালি খালি লাগে,
তোকে ছাড়া সব সুখ যে আপনাআপনি ভাগে ।
ভালো থাকার জন্য বন্ধু তোকে আমার চাই,
সকল বাধার পরেও বন্ধু তোর সমর্থন পাই ।
অনেক অনেক আবদার আছে বন্ধু তোর কাছে,
মিষ্টি মধুর আবদারগুলো পাবি আমার চিরকুটের ভাঁজে ।
তোর ছবিটা রেখেছি বন্ধু মনের অন্তরালে্‌,
সারা জীবন থাকবি রে তুই আমার মনে প্রাণে ।


                                          - কবি সাবিহা সাবরিনের
                                            উদ্দেশ্যে ।