যদি বোবা হয় এ মুখ
তবে কথা বলবে হাত,
সব অন্যায় এর বিরূদ্ধে
আজ করবে প্রতিবাদ ।


অতি কষ্টে মুখটা যখন
হয়ে যায় অসাড়,
হাতটা তখন ধরবে কলম
দিবে না কাউকে ছাড় ।


কলম দিয়ে চলবে যুদ্ধ
কলমই যখন হাতিয়ার,
মাতাল মন করবে যুদ্ধ
যুদ্ধ জয়ের নেশায় ।


কাপুরুষেরাও যুদ্ধ করে
বাচাঁতে নিজের প্রাণ,
তাদেরকে রুখে কলম এবার
লিখবে জয়ের গান ।


যথার্থ শিক্ষার দাম নেই কোনো
এই কথাটা শুনে,
চরম ঘৃণার জন্ম নেয়
কলমধারীর মনে ।


কলমধারী শুনেছে নাকি
বেলাশেষে যার জয়,
কাপুরুষ হোক যুদ্ধে নাকি
তাদেরই জয় হয় ।


শিক্ষাটা এখন গিলো আর
উগড়ে ফেলে দাও,
যথার্থ শিক্ষা হোক বা না হোক
তোমরা এগিয়ে যাও ।


বেলাশেষে যখন এই তোমরাই
গোল্ডেন, এ প্লাস পাও
কী শিখেছ?
এর উত্তরটা কী কখনও জানতে চাও?


গোল্ডেন, এ প্লাস যদি হয় মূল উদ্দেশ্য
তবে যথার্থ শিক্ষার কী দরকার?
পাশ ও এ প্লাস দিয়ে
এখন বাড়ছে শিক্ষার হার ।


শিক্ষিত জাতি বলে আজ যাদেরকে
তোমরা করছ সম্মান,
তারা যে শিক্ষিত,
তোমাদের কাছে কী আছে তার প্রমাণ?


মূর্খের মত কাজ করে যারা
তাদের বলো শিক্ষিত?
শিক্ষিত তারা বটে,
তবে নয় স্বশিক্ষিত ।


শিক্ষাকে তারা গেলার পরে
উগড়ে দিয়েছে ফেলে,
কী লাভ তাতে সমাজের, ভাই?
এমন শিক্ষিত পেলে ।


শিক্ষিত জাতি, শিক্ষিত মন
স্বশিক্ষায় স্বাক্ষরিত সব কিছু,
স্বশিক্ষা মানে এগিয়ে যাব আমরা
তাকাবো না ফিরে পিছু ।


চলো না এবার সবে মিলে
আজ শিক্ষিত সমাজ গড়ি,
শিক্ষাকে আর না গিলে এবার
মনোযোগ দিয়ে পড়ি ।