আমি একটি গানের বাক্স কিনেছিলাম
পল্লীগীতি, ভাওয়াইয়া ভাটিয়ালি শুনবো বলে
বড়জোর রবীন্দ্র সংগীত
এখন বাক্সটি শুধু পপ আর ডিসকো বাজায়
তাতে আমার কোন দুখ নেই।


আমি একটি লাঠি কিনেছিলাম
জঙলের সাপ মারবো বলে
কখনোবা  বন্ধুবেশী শত্রুকে মোকাবেলা করবো বলে
প্রয়োজনে লাঠিতে ভর দিয়ে হাঁটবো বলে
এখন লাঠিটি মচকে গেছে
তাতেও আমার দুখ নেই।


আমি একটা ময়না পাখি কিনেছিলাম
পাখির গান শুনে ঘুমুতে যাব বলে
আবার গান শুনে জেগে উঠবো বলে
উড়ন্ত ডানার কারুকাজ দেখবো বলে
এখন আমার ময়নাপাখি বোল পাল্টে
শুধুই কা কা করে অবিরত
তাতেও আমার দুখ নেই।


আমার কোন দুখ নেই
কারণ আমি কেনার আগে
যথাযথ যাচাই বাছাই করতে পারি নি।