বানরের পিঠা ভাগ করার গল্পটা শুনেছো?
না শুনলে ভালো, তবে
গল্পটা আমি তোমাদের বলছি না।


যারা গল্পটা শুনেছো,  তারা কি শিখলে?
বন্টন প্রক্রিয়া নাকি বিচার ব্যবস্থা?
বানরের বুদ্ধিটা মনে ধরেছে খুব?
তাহলেই সারা...
এ বুদ্ধি সহজে হজম হয় না।
মন বানরের বুদ্ধিটাকে মেদ বা চর্বির মতো
জমিয়ে রাখবে একটা সুযোগ পর্যন্ত..