'ফু' দিলেই ফুলে যাও
ঢোলের মতো, বেলুনের মতো,
কখনো ফটকা মাছের বেবুঝ পেটের মতো...
বাতাসে ভেসে বেড়াও লাওয়ারিশ
পাখা-বিহীন মাছির মতো।
আপনহারা, আত্মভোলা দিকভ্রান্ত
উদবেড়ালের মতো
জাল ছিঁড়ে উড়ে বেড়াও শূণ্য পারাবারে ...
দখিনা বাতাসে উত্তরে যাও
উত্তুরে বাতাসে দখিণে
জোড়ে 'ফু' দিলেই  হারিয়ে যাও
ঝরাপাতার মতো চৈতালি ঘুর্ণীপাকে।


আর কত ভাসবে বাতাসে?
নিজের ডানা দু'টি মেলে দাও
নতুবা হঠাৎ দেখিবে
ছোট্ট পিনের খোঁচা এসে  
বুকের মাঝে বিঁধিবে
আর
ফুলতে ফুলতে উড়তে উড়তে একদিন
পেট ফেটে ব্রাস্ট হবে, ফুট্টুস  ...