ভ্রু-প্লাক, পেঁয়াজের কাজল, লাল টিপ, ফেসিয়াল গাল
হাইহিলে কাকাতুয়া দেয় দৌড়, অতঃপর
কোন অঘটন নয়, স্কচটেপে আটকানো পাখা
খুলে গেলো আচানক;
লাল কাকাতুয়া উড়ে গেল সজনে ডালে...


সজনের ডাল, নরম তনু, ক্লিশে বল্কল, অতি ভীরু মন
কাকাতুয়া নড়ে, ডাল কাঁপে
বাতাসের ভারে পাতা কাঁপে
পাতারা পাতার গা ছুঁয়ে দেয়
ঠোঁট নড়ে, কথা কয়, জাবর কাটে
চোখে মাখে সবুজ, গায়ে মাখে হলুদ
আড়িপাতা  বায়ু যাচে পরমায়ু
আবিরের লালে সুখ খুঁজে চুপিসারে।


সবুজ আর সবুজ
বুনো সবুজ বড়ই অবুঝ, আর
সবুজের বুকে লাল! কাকাতুয়া কাঙাল চিরকাল।
লাল ঝুঁটি, লাল পাখা উঁকি দেয়
ক্যামেরার ল্যান্স হা করে তিরিশ ডিগ্রি কোণে
গাছে উঠে ঝাঁকি দেয় দু'টি বেবুনে।


কাজল গলে গলে জল হয়
একশ ডিগ্রি তাপে বাষ্প হয়
সকালের শোভা বাড়ে....


কাকাতুয়া জানেনা, সজনে ডালে তক্তা হয় না।