এমন একটি সময় ছিলো
যখন পৃথিবীর সব কিছুই আমার ছিলো;
যদি কেউ জিজ্ঞেস করতো, নদীটি কার?
আমি প্রচন্ড আত্মবিশ্বাসে বলতাম, "আমার"।
এমনি করে, আকাশ আমার ছিলো
                  চাঁদ আমার ছিলো
                  সূর্য আমার ছিলো
রাস্তার পাশের ঘোড়াটা আমার ছিলো
রেলগাড়িটা আমার ছিলো
জলপাই গাছটা আমার ছিলো
আরো কত কি যে আমার ছিলো!


অতঃপর আমার
সহপাঠিনীদের অনেককেই আমার মনে হতো -
আজ তোমাকে গোলাপ হাতে দেখে
শুধু তোমাকেই আমার মনে হলো।
বার বার ভাবি, কেন এমন হলো?
তবে কি এর কারণ
নাকের নিচের আর বগলের চুলগুলো?