মিতু কোন কারণ ছাড়াই কষ্ট পায়
দিনমান কষ্ট কুঁড়িয়ে বুক পকেটে জমা করে
কখনো কখনো কষ্ট কিনে আনে গাঁটের পয়সায়
কষ্টের গোড়ায় জল দেয় নিয়মিত
ইউরিয়া,টিএসপি, জৈব সার দেয় আনুপাতিক হারে;
সোনারূপার পানিতে গোছল দেয় কখনো,
কষ্টের ঠোটে চুমু খেয়ে ঘুম পাড়ায়, আবার
মধ্যরাতে বিষম খেয়ে ঘুম ভাংগায়-
কষ্টের ডানায় পাখা বেঁধে দেয়
কষ্টেরা উড়ে বেড়ায় ঘরময়, পাড়াময়; অতঃপর
কষ্টের গায়ে নুনের চিটা দিয়ে কষ্টের রঙে
রংধনু বানিয়ে অবাক তাকিয়ে রয় আনমনে।


আমিও কষ্টের বাড়-বাড়ন্ত দেখি
যতই তারে কষ্টের ভেতর থেকে টেনে আনতে চাই
ততই সে কষ্টের কুঁয়োয় ডুব সাঁতার কাটে
আমি কুঁয়োর ভেতর বালতি ফেলি
সে বালতিতে রাখে গুড়েবালি
কষ্টেরা রাক্ষসের রক্তের ফোঁটার মতো
নতুন কষ্টের জন্ম দেয়...