ভাবছি নীলামে বিক্রয় করে দেবো আমার
স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি ও সম্পদ
প্রথমেই একটি নাতিদীর্ঘ তালিকা টিভি'র
স্ক্রলভারের মতো উঁকি দিয়ে পালিয়ে গেলো
অতঃপর বিজ্ঞাপন বিরতির ভীড়ে পুণ:দর্শনের
আগেই ধৈর্যের তেরটা বাজিয়ে রিমোটের বোতামে
একশ একটা চাপে সব ক'টি চ্যানেলের লগো
ভিজিট করা হয়ে গেলো কিছুটা বিরক্তি ও আনমনে।


মনে মনে মানসাঙ্ক কষে দেখা গেলো
তালিকার শীর্ষে ঘুঘু-চড়ানো বাপ-দাদার ভিটে, ভাংগা ঘাটলার পুকুর, ভূতের আড্ডাখানা, সেই প্রাচীন
শীল-কড়ই গাছটি ভিটে ও ঘাটলার সাথে ফ্রি
আট-চালা টিনের ঘরের সাথে সিঁড়িদার
খাট ফ্রি দেয়া যেতে পারে;
আজকাল এসব নবাবী তৈজস বড়ই বেমানান।


অল্প দামেই ছেড়ে দেবো ঢাকা বোর্ড ও বিশ্ববিদ্যালয়
প্রদত্ত সনদগুলো, আজকাল অনলাইন সনদের
সাথে এগুলো তুচ্ছ ঠেকে বড্ড
সেইসাথে ছোটখাটো কিছু অভিজ্ঞতা বিনামূল্যেই
শেয়ার করতে পারবেন যে কেউ।


যারা দীর্ঘদিন কিডনি ট্রান্সপারের আপেক্ষায় আছেন, ডোনার খুঁজে পাচ্ছেন না অথবা
একটা সতেজ বোন-মেরু ;
"ও" পজেটিভ  রক্ত হলেতো কথাই নেই.....
সত্তর যোগাযোগ করুন মোবাইলে বা ইমেইলে;
একটা ক্রিকেট খেলার ব্যাটও আছে যা দিয়ে
তেইশটি ছক্কা মেরেছে বাংলার গেইলে।


জেনে রাখুন সবই নিতে পারবেন নগদে বা
সহজ কিস্তিতে,
অনটেষ্টে মালামাল নিতে পারেন হাতে হাতে অথবা
যদি বলেন পাঠিয়ে দিতে পারি কুরিয়ারে..
শুধু একটা পণ্য বাঁধা আছে বন্ধকে -
তাও নিতে পারেন অনায়াসে
যদি সে কথা দিয়ে কথা না রাখে অথবা
যদি সে হৃদয়ের মূল্য কড়ি দিয়ে কষে।