পাহাড়ের চূড়ো থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে
ঝর্ণার মতো বয়ে যায় নদী উপনদী
মাটি আর আকাশ হতে রং নিয়ে কখনো
ঝিকিমিকি শাদা, কখনো নীল রং জল  
মালতীর পা ছুঁয়ে যায়, আর
বুকের ভেতর লুকিয়ে রাখে নোনাজল।


পাতানো গেঁড়োগুলো  পাতার নৌকার মতো
ভেসে বেড়ায় দিঘি-ডোবা-নালায়
বাতাসের ভাঁজে লুকিয়ে থাকে আধখানা প্রেম
মালপাড়ার অনিল ডুবে ডুবে জল খায়
মালতী আয়েশে, আর
আমেনা ফেসবুকে বুক রেখে রাতের আকাশে
গলগলে সুর্য আঁকে
সন্ধ্যার সিঁদুর মুছে যায় বিথীর
ঘোর লাগা ভোরে
অবাক চোখে তাকায় অবলা চাঁদ
সরলতা ধুয়ে জল খায় কোলবালিশ, আর
স্বর্ণলতিকায় কন্ঠ বাঁধি গান গায় আনিকা
জলহীন জলতরঙ্গে;


এখন বোতলজাত জল খোঁজে  
দোলযাত্রার বেভুল পথিক...