কে ঠকলো, কে মরলো
তাতে কিবা আসে যায়,
চামড়া মোটা মানুষগুলোর
সব সুবিধা পাওয়া চায়।


লোকে যে যা বলুক তাকে
কিছুই গায়ে লাগেনা তার,
মানুষ ঠকুক কিংবা মরুক
যথার্তই চাই লাভের হার।


মানুষেরই দাম যেখানে
তাদের কাছে মূল্যহীন,
এতিমের আর কিবা মূল্য
গরীবকে তারা করে ঘিন।


মানুষেরই চামড়ার দাম
যাদের কাছে অর্থহীন,
পশুর চামড়ার দামের জন্য
কেন তাদের শর্তদিন?


তাদের চামড়া পশুর চামড়াই
তফাৎ বেশী দেখিনা,
কুরবানি করা পশুর চামড়া
দামি বেশী, ঠিক কিনা?