প্রবাসী কিংবা বিদেশি দেখলে
ভয় হয় কাছে যেতে,
গোপনে বয়ে আনছে না তো
করোনা ভাইরাস হাতে?


সর্দি-জ্বরের রোগী দেখলেও
পালাচ্ছে মানুষ-ডাক্তার,
কী যে আতংক মানুষের মাঝে
সবাই চায় একটু বাঁচবার।


করোনায় মৃত ভেবে প্রিয়জনের লাশ
রেখে পালিয়ে যায় আপনজন,
গেছে সে গেছে আমি বাঁচতে চাই
আমার যেন না হয় সংক্রমণ।


রাস্তা-ঘাট আজ ফাঁকা হয়ে গেছে
বাইরে বেরোয় না কেউ,
যে কোনদিন আছাড় খায়নি পশ্চিমে
মসজিদে আজ সেও।


খাবার সময়ও হাত ধুয়নি যে
সেও গ্লাভস পরেছে হাতে,
নেকাব দিতে অস্বস্তি  যাদের
তারাও মাস্ক দিল আজ চেহরাতে।


মরণের ভয়ে বাঁচার আশাতেই
শুধু করিওনা এসব,
করো আল্লাহকে ভয় মৃত্যুকে নয়
তিনিই তোমার সব।