অবুঝ মনরে তোরে কি দিয়া রাখিব বান্ধিয়া
তোর যখন যেমন চাওয়া দেয় যে
পাগল করিয়া
কি দিয়া রাখিব বান্ধিয়া।


মনের জ্বালা ফুড়ায় নারে
কাঁদে দুই নয়ন,
পথ হারা এ ভাঙ্গা হৃদয়
পথেই যার মরণ,
আমি সইব কত এ যন্ত্রনা
বক্ষ যায় ফাটিয়া
কি দিয়া রাখিব বান্ধিয়া ।


কি করিব কোথায় যাব
ভেবে না পাই কূল,
যেখানে জ্বালা জুড়াবো
সেখানেই অকুল,
আমি কাঁদবো কত দুঃখ সয়ে
দেশান্তরী হইয়া
কি দিয়া রাখিব বান্ধিয়া।