উত্তাল ঐ নদীর মত- প্রবল ঝড়ো হাওয়ার মত
অস্থির এ হৃদয়,
কখোন যেন ঝড় বয়ে সব ভেঙ্গে দিয়ে যায়।


বল একটা মানুষ কতই পারে
দিতে ধৈর্যের পরিচয়
বল কতদিন নিজে- নিজেকে পুড়িয়ে
ছাই করে দেয়া যায় ?
আমি পারি না সইতে পারি না আর ভুল,
কোন হৃদয়ে করলে আমায়- খেলাই পুতুল
তোমার খেলারই পুতুল,
তুমি পুতুল খেলা সাঙ্গ করো
যখন মনে লয়!!
কখোন যেন ঝড় বয়ে সব ভেঙ্গে দিয়ে যায়।


বল একটা মানুষ কতবার পারে ভাঙ্গা মন দিতে জোড়া
বল ছলনার জালে নিজেকে জড়িয়ে
কত হব দিশা হারা,
আমি পারিনা- বইতে পারিনা আর
তোমার দেয়া দুঃখ জ্বালা কষ্টেরই পাহাড়
তোমার নিঠুর খেলা সাঙ্গ করো
এই মোর অনুনয়,
কখোন যেন ঝড় বয়ে যায় সব ভেঙ্গে দিয়ে যায়।
01/09/2006