কষ্ট,শব্দ টি আজ আমার কাছে ঔষথ মনে হয়!
ঠিক এ শব্দ টি ই শরাব মনে হতো কোনো এক সময়"!
জানিনা! কেনো সময়ের সাথে পাল্টে যাচ্ছে মন?
কেন? ঝড় গুলো নামে বেনামে ধেয়ে , বাড়ায় শিহরণ?
এ শিহরণে রোমাঞ্চিত করে না,যেনো   ভয়াল আতুর ঘর? মনে হয়_কখন যেন _ চৌচির হয়ে ভাঙ্গিবে মম সাধের পাতাঘর !!
আমি কাদিতে চাহি চিৎকার করি তবু করিতে পারিনা কান্না"
আজি সম্মান যেন শুষ্ক হিয়াতে মোর, হিরা, জহরত পান্না!!
কিশোর হতে যেনো মমতা শব্দ - হয়েছে সুখের "কাল"
বুঝি মমত্ব বোধ শুল নির্মিত রূপে চারি ধারের বেড়াজাল!!
সাচ্চা নামের আচ্ছা প্রিয়- জুটিলনা ললাট মাঝে '
হায়! যাহা পাই যেনো সকলি মাকাল, লাগেনা কিছুই কাজে;
লজ্জা নামে সাথী যেনো মোর হয়েছে   চির সঙ্গী,
লক্ষ বছর আগে থেকে বুঝি রাখিয়াছি ভিক মাঙ্গী  (চলবে)