যদি থাকিত আমার
কথায় কাজে মিল,
হাতে মুখে বোঝাতাম মম
কেমনতর দিল।


অশ্রু হইতো মুক্তা যদি
সত্যের গ্লানী সয়ে
ললাট ভরে ঝরতো যদি
শহীদি রক্ত বেয়ে।


যদি বেলুনের মত
দেহের মাঝে বধিতে পারিতাম হাওয়া
তবে রকেটের মত
জালিম হায়েনার পিছে করিতাম ধাওয়া।


যদি অস্ত্র থাকিত
হস্তে ধারণ পিষ্ঠে থাকিত তীর,
যদি করিতে পারিতাম
জালিমের জুলুম, ভাঙ্গিয়া চৌচির।


যদি হায়েনার বাসা
ভাঙ্গিতে থাকিতো
কামানের মত মেশিন,
তবে ভাঙ্গিয়া সকল হায়েনা ডেরা
হইতাম আসিন।


যদি জ্বীনের মত
উড়িতে পারিতাম,
জুলুম কারীর ঘারে চড়িতাম।
মটকাইয়া ঘার করিয়া অসার
স্থির রাখিতাম।


যদি ক্যামেরার মত চক্ষু থাকিতো
মেমোরীর মত স্মৃতি
যদি মাইকের মত আওয়াজ থাকিতো
                বিজলীর মত জ্যোতি,
আমি ঘুষখোর দেখিতাম
স্মৃতিতে রাখিতাম- সবারে শুনাতাম
কিরুপে হয়, অন্যায়ের জয়
                দেখিতে পারিতো জাতী।


রক্ষকের নীতি ভক্ষকের ন্যায়,
       দেখিত জাতী তার অভিনয়,
চিত্র ধারণ করিয়া বিকাশ
        সিনেমা রুপে করিতাম প্রকাশ।


যদি মিসাইল হইতাম!
মরিতাম আর জীবিত রহিতাম!
তবে- পৃথিবীর সব পাপিষ্ঠ মানব
ধুলিস্যাৎ করিতাম।


যদি প্রেমিক হইতাম!
সুধাইতাম প্রেমিকার কানে
ভন্ড প্রেমিক যেন না জানে!
দেহের সঙ্গে প্রেম হয়না
প্রেম হয় আত্মার টানে।


যদি প্রেমিকা হইতাম!
বোঝাতাম প্রেমীকে-
নষ্টের মত ভ্রষ্ট হয়ে
ছুটনা দিকে দিকে।


রাসূলের(সঃ) মত
প্রেমো ব্যাথার টিকা কর আহার
মা‘বুদের শানে মানে অভিমানে
কাল কেটেছে যাহার।


যদি ডাক্তার হইতাম,
হাসপাতাল করিতাম,
দুর্নীতি, অবিচার রোগের
চিকিৎসা দিতাম।
অপারেশন রুমে নিয়া
হৃদয়টারে কেটে দিয়া
কৃতজ্ঞ কুকুরে হৃদয় বসিয়ে দিতাম।


(প্রায়)মানুষের নাই মনুষ্যতা
ইহাই আমার অভিজ্ঞতা
কুকুরের দশ গুনে যদি
ফিরে সুস্থ্যতা।


হইতাম যদি প্রধান মন্ত্রী
রাখিতাম চার উপমন্ত্রী
দেশ দেখিতাম ধর্ম্মের চোখে
দূর্নীতি সব দিতাম রুখে।


হযরত আবুবকর, উমর,
ওসমান গনী , হযরত আলী,
জিবনী আছে উহাদের উপর
মিথ্যে নহে দু এক ফালি।


দেশ চালাতো এরা যেমন
রক্ষী ছাড়াই করতো ভ্রমন,
দিবারাত করে বিচরণ
দেখতো জাতীর দশা কেমন।


পরিসরে যেত জানা
কি সমস্যার আনাগোনা
হইতো সমাধান সকল
অকেজো করিয়া টালবাহানা।


ভাবছি বসে নির্জ্জজনতায়
স্বপ্ন কি স্বপ্নই থাকিয়া যায়?
বুঝিবে কি জনগণ আর
না পড়িয়া অতল গাতায়!!


হুজুগে বাংগালী মোরা
জীবন যাপন ক্যারাব্যারা
দেশের আজি কামসারা
হাতের ইশারায়।


সব কিছুরই দায়ী মোরা
হাত ইশারার মালিক যারা
ঘোরাও হাত ন্যায়ের দিকে
বাঁচাও আমার দেশভূমিকে।