বুকেরই পাঁজর ভেঙ্গে যায়
অনিচ্ছাতেই ও কাঁদে কেন মন
স্বজন হারা বেদনায়,
বুকেরই পাঁজর ভেঙ্গে যায়।


হারিয়েছি সব কিছু নেই হারাবার ভয়
হেরেছি জিবন খেলায় নেহত পরাজয়
পাথরের মত জীবন গড়ে কাঁদবো নিজ্জনতা
বুকেরই পাঁজর ভেঙ্গে যায় ।


অসহায় এ জীবন পথেই হবে মরণ
দেখবোনা জীবন কখোন রঙ্গীন স্বপন
নিজের যত জ্বালা সইব আপন মনে
জিবন যদিও শেষ হয়ে যায়
বুকেরই পাঁজর ভেঙ্গে যায় ।


০২/০৮/২০০৪