অাইসো রে অাইসো রে বন্ধু দারুন শ্রাবণে
সঙ্গী কইরো রজনীগন্ধা লাজুক ঐ বদনে।
বিষম সুখের আবির মেখো তোমার ঠোঁটে
যদি আমার কপালে ঐ আবিরের ছোয়া জোটে।
চরণ রাঙিও ভরন্ত জবার যৌবন রসে
টিপ পরিও আনন্দে নয়, নেহাৎ আবেগের বশে।
চোখেতে পরিওনা কাজল ও আমার ভ্রোমরা
আমি সইতে পারবনা, অচল আমার সাধের দোতরা।
পা টিপে হইও হাজির আমার কুটির দ্বারে
আমি থাকব তখন থাকব উত্তর দক্ষিণমুখী ঘরে।
চোখে আনিওনা জল, মনে রেখনা দ্বিধা
কামনার সূর্য জ্বলে বুকে মানেনা কোন বাধা।
পায়ের কাছে এসে দাড়িও অবনত নয়নে
আমি তখন হাজির হব তোমার মনের সোপানে।
নির্বাক, অদৃশ্য আমি সাথে তোমার সবাক আঁখি
যদি চোখ জল ভরে যায় তবে উড়াল দিবে এ পাখি।


সমাপ্ত