পরানের নৌকা ভিড়ানো সন্ধ্যা নদীর ঘাটে
দুই পা যে বাঁধা আমার কেমনে নামি তটে।
আমার মনের অায়না ভাঙা মাঝি কেমনি দেখবি মুখ
চোখেতে চোখ রাখিয়া দে না আমায় কোকিলেরই সুখ।
ভরা জোয়ার আইলো বুঝি, মনে বাড়ছে জ্বালা
নাইওরী তোমা বিনে কাটেনা এ বিরহের বেলা।
নদীর পাশে কলাগাছ ডানা ঝাপটিয়ে মরে
বন্ধুর লাইগা মনটা আমার কেমন জানি করে।
জল রে তুই ছলাৎ ছলাৎ করিসনা তরীর যৌবনবতী বুকে
বন্ধু বিনে প্রাণ কোকিলা মরছে দারুন শোকে।
মেঘের দল করছে মিছিল আমারই বিষাদে
নৌকার গলুইয়ে বসে মায়াবি ময়ূর নীল বসনে কাঁদে।
বাজছে দোতারা সূদুর পানে, গাইছে কোকিল ডালে
বজ্রপাতের হুমকিতে নৌাকা উঠল হেলেদুলে।
হঠাৎ কানে আসলো আমার বন্ধুর নূপুরের আওয়াজ
চোখে নীর, মনে সুর, সবাইকে ছুটি দিলাম আজ।