চলেনা কলম, ভাসেনা মন শূন্য পবনে
শুধু খোঁজে অযুহাত দ্বারে দ্বারে,
আমি আজ বন্দি সারাবেলা
কৃতকর্মের রেশমী দালানের কারাগারে।


মায়া আর চাহিদার আমি-তুমি খেলা
চলছে ক্ষণে ক্ষণে,
বিষাদের বুলেট অনবরত চুমো খায়
আমার রুদ্ধ বাতায়নে।


আজ কি হল আমার?
মনের কুসুমিত বাগানে নিরবতার শিশির
আশেপাশে কোথাও কেই নেই
চারদিকে একাকিত্বের ভস্মীভূত মন্দির।


বৈশাখের ঝড়ো হাওয়ায় উড়ে যাই
পদচিহ্ন আঁকি বসন্তের মায়াকাননে,
শাপলা শালুকেরা লাল ঠোঁট হানা দেয়
আমার বিচিত্র ভাবনার উদীয়মান আসনে।


সমাপ্ত